LTDaid.com সম্পর্কে…
সিঙ্গেল ম্যান আর্মি – একা একাই অনেক দূর!
লাইফটাইম ডিল বিষয়টার সাথে পরিচয় ২০১৫/২০১৬-এর দিকে। আর অ্যাপসুমো থেকে প্রথম লাইফটাইম ডিল কিনি ২০১৭ সালে। সেই থেকেই পথচলা। তখন বিষয়টা অনেক মজার মনে হতো। আর এখনও তা-ই মনে হয়!
এই বছরের শুরুর দিকে মার্কেটমিউজ নিয়ে আমি প্রথম সরব হই। টুলটা পরিচয় করিয়ে দিই কমিউনিটির সাথে। তারপর থেকেই অনেকে নক দিতে থাকেন ফেসবুক ইনবেক্স বিভিন্ন লাইফটাইম ডিলের জন্য। নিজের অভিজ্ঞতা থেকে যখন যেভাবে পারি তথ্য দিয়ে সহযোগিতা করতে থাকি। এভাবে করে করে ইনবক্স বেশ ভারী হয়ে যাচ্ছিলো দিনকে দিন।
তারপর একটা সময়ে এসে হুট করে মনে হলো, ইন্টারন্যাশনাল অনেক কমিউনিটি আছে লাইফটাইম ডিল নিয়ে। কিন্তু বাংলাদেশে চোখে পড়েনি। হয়তো আছে। কিন্তু সেপ্টেম্বর ৯, ২০২১ তারিখের পূর্বে আমার চোখে পড়েনি। ফলে আমি নিজেই একটা ফেসবুক খুলে ফেলি। নামি দিই যেটা পড়ে সেটা পরিবর্তন করে রাখি: লাইফটাইম ডিল এবং ফ্রি অফার (নিস সাইট সম্পর্কিত) – অ্যাপসুমো নয়। মাত্র ঘণ্টাখানেকের মধ্যে গ্রুপের মেম্বার ১০০+ হয়ে যায়। আর ৪ দিনের মাথায় গ্রুপ মেম্বার ৫০০+ হয়ে গেলে সত্যিই অবাক লাগে। চিন্তা করি কমিউনিটিটাকে অফিশিয়াল মোডে নিয়ে আসার। সেই ভাবনায় হিউজ অভিজ্ঞতা আর আইডিয়া জেনারেট করে ঘৃতাহুতি দিয়েছেন নাবিল রায়হান ভাই। এই ভদ্রলোক ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
যাইহোক, বুঝতেই পারছেন, টিম মেম্বার বলতে যা বুঝায়, এই ওয়েবসাইট তথা গ্রুপের পেছনে এরকম কেউ নেই। তবে গ্রুপে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করে ১০০+ ডলার আয় করেছেন, তাদের একজন জানালেন এটাই তার অনলাইন আর্নিংয়ের সর্বোচ্চ আমাউন্ট… এই বিষয়গুলো সত্যিই আনন্দের।
আবার অনেকেই জানাচ্ছেন, এই গ্রুপ/কমিউনিটির বদৌলতেই তারা এই এই ভালো ও দরকারি প্রোডাক্ট/টুলসমূহ কিনতে পারছেন। এসব কথা আমাকে আনন্দ দেয়।
গ্রুপে একটা পোল ক্রিয়েট করে জানতে চেয়েছিলাম এই কমিউনিটিটা কি কেমন হবে? প্রাইভেট নাকি পাবলিক? ম্যাক্সিমাম ভাইয়েরা মতামত দিয়েছেন এটা হবে পেইড। অথচ পেইড হবে নাকি ফ্রি হবে সেই ব্যাপারে কিছূ জানতে চাইনি। এই বিষয়টা যেমন আনন্দের তেমনি নিজের ভেতরে একটা স্পৃহা অনুভব করেছি এই জন্য যে, তাহলে একটা সঠিক প্লাটফর্ম তৈরি হতে যাচ্ছে যেটার প্রয়োজন ছিলো ব্যাপক। যাতে করে সবাই পেইড হলেও আপত্তি নেই, সানন্দে গ্রহণ করতে প্রস্তুত।