Disclosure
LTDaid.com ওয়েবসাইট ঘোষণা করছে…
এই ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিঙ্ক এবং বিজ্ঞাপন রয়েছে। LTDaid ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত একটি সাইট। সুতরাং এখানে কিছু মার্কেটিং নিয়ে কিছু থাকবে সেটাইতো স্বাভাবিক, তাই না?
দুটি ব্যাপার আমি যতটা সম্ভব স্পষ্টভাবে বলে রাখছি:
- এই ওয়েবসাইটটি মনেটাইজড করা। অর্থাৎ, এই সাইটের কিছু পোস্টে থাকা লিংকে ক্লিক করে আপনি যদি কিছু কেনেন, তাহলে আমি কমিশন পাই।
- এই সাইটের মূল উদ্দেশ্য হল আপনার নিস সাইট বা ডিজিটাল মার্কেটিং ব্যবসায় সফল হতে সাহায্য করা। লক্ষ্য হল এই সাইটটি যতটা সম্ভব আপনার জন্য তথ্যবহুল সঠিক তথ্য পরিবেশন করবে। যেন এতদসংক্রান্ত কাজগুলো আপনি অল্প সময়ে ভালোভাবে করতে পারেন।
আমরা কেবলমাত্র কিছু পণ্য বা পরিষেবার সুপারিশ করি যদি হয় আমরা সেগুলি আগে ব্যবহার করেছি অথবা আমরা বিশ্বাস করি যে সেগুলি আমাদের ওয়েবসাইটের দর্শকদের জন্য মূল্যবান।
এই সাইটে আমি মূলত সেসব টুলস/প্রোডাক্ট/সফটঅয়্যার সম্পর্কে লিখে থাকি যেগুলো আমি ব্যবহার করি বা করে ভালো মনে হয়েছে। সুতরাং এই ওয়েবসাইটে লেখা হয়েছে এমন যেকোনো টুলস আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন; যদি শুধুমাত্র আপনার কাজের উপযোগী হয়ে থাকে।
তবে এ কথাও সত্যি, আমার জন্য যেসব টুল কাজ করছে, সেগুলো আপনার জন্য কাজ নাও করতে পারে। সুতরাং আপনাকে এসব নিজ দায়িত্বেই কিনতে হবে। এই সাইট থেকে লিংক পেয়ে কোনো কিছু কেনার অর্থ এই নয় যে সেটার দ্বায়ভার একান্তই আমার। দ্বায়ভার কেবল সংশ্লিষ্ট টুল অউনারের।
অতএব, কোনো কিছু কেনার আগে আপনি ভালোভাবে খোঁজ-খবর নিয়ে অবশ্যই কিনবেন। আর এটাই গুড প্রাকটিস।
যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, দয়া করে আমার সাথে যোগাযোগ করুন: bilal@ltdaid.com
এই লেখাটি সর্বশেষ আপডেট করার তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২১