Affiliate Booster Theme

ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডে অফার মেয়াদ: ২২ নভেম্বর – ৩০ নভেম্বর।

সাম্প্রতিক সময়ে পরিচয়ের গণ্ডির বাইরে বেরিয়ে যদি কোনো থিম ইউজ করতে চান, তাহলে আমি বলবো অ্যাফিলিয়েট বুস্টার থিমটা দেখতে পারেন। বিশাল অফার পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে।

ভালো দিক:
– স্পেশাল ফর আমাজন নিস সাইট
– স্পীড বেশ ভালো
– ডিজাইন খুব সাধারণ
– লাইটওয়েট

ভালো না লাগা দিক:
– ডিজাইন খুবই সাধারণ।

বর্তমান প্রাইস এবং লাইফটাইম ডিসকাউন্ট প্রাইস

  • Single site lifetime – $69 (actual price $149)
  • 25 sites lifetime – $99 (actual price $299)
  • 50 sites lifetime – $179 (actual price $499)

অর্থাৎ বর্তমান দামের অর্ধেকেরও কম দামে পাবেন। আমি সাজেস্ট করবো ২৫ সাইটস লাইফটাইম অফারটা নিতে। ৯৯ ডলার দিয়ে লাইফটাইম ইউজ করতে পারবেন।

নোট: অনেকে কয়েকজন মিলে কেনার কথা ভাবেন। আমি এটা ডিসকারেজ করি। অভিজ্ঞতা থেকে দেখেছি এতে অনেক সমস্যা হয়। সুতরাং কষ্ট করে হলেও একা-ই কিনুন। অথবা ফ্রি ভার্সন ইউজ করুন। ফ্রি থিম দিয়েও অনেক সুন্দর সাইট হয়। আমি নিজেও আমার বেশ কয়েকটা সাইটে ফ্রি থিম ইউজ করি।

অ্যাফিলিয়েট বুস্টার থিম এবং আমার অভিজ্ঞতা

গত বছর মার্চ মাসে আমি প্রথম আমার কোনো সাইটে অ্যাফিলিয়েট বুস্টার থিম ব্যবহার করি। ওভারঅল আমি সেটিসফাইড। কারণ আমি কনটেন্ট ভিজ্যুয়াল এডিটর আমার সাইটে ইউজ করি না। সিম্পল ডিজাইন আমার ভালো লাগে। এতে সাইটের স্পীড থাকে সর্বোচ্চ। যেটা কিনা গুগল রেংকং এলগরিদমের অংশ।

ওভারঅল হিসেব করলে থিমটা ইউজ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *