গুড নিউজ! অ্যাপসুমো থেকে ল্যাব্রিকার অফার শেষ হয়ে গেলেও মন খারাপ করার কিছু নেই। এসেছে ডিলিফাই মার্কেটপ্লেসে। মাত্র ৬৯ ডলারে লাইফটাইম অনপেজ ঠিক করা এবং কীওয়ার্ড রেংক ট্র্যাক করার কাজে এই অসাধারণ টুলটি কিনতে পারবেন।
বিস্তারিত ও রেফ লিংক: Labrika Lifetime Deal
বি:দ্র: যারা স্ক্রেপি কিনেছেন, তাদের এই টুল কেনার দরকার নেই। দুইটা প্রায় সেইম টুল। ল্যাব্রিকাতে কিছু ফিচার বেশি আছে। যেমন: ল্যাব্রিকা দিয়ে আর্টিকেল অপটিমাইজও করা যায়। যেটা স্ক্রেপিতে নেই। অনেকে আবার এই ফিচারটা পছন্দ করেন না। যেমন আমি। আমার কাছে স্ক্রেপির ইউজার ইন্টারফেস খবু ইজি লাগে। আর মূলত অনপেজ ফিক্সেশনের জন্য স্ক্রেপি আমার কাছে অনন্য মনে হয়।
কিন্তু অনেকে গ্রুপে পোস্ট দিয়ে আফসোস করেছিলেন ল্যাব্রিকা কিনতে না পেরে। তাদের কাছে ল্যাব্রিকা বেশি ভালো লাগে। সুতরাং ডিলিফাইয়ে অফারটা ফিরে আসায় নিউজটা দিচ্ছি। আশা করি যারা কিনতে না পেরে হতাশ হয়েছিলেন, মন খারাপ করেছিলেন তারা এই সুযোগে কিনতে পারবেন।