ai writing tool review

এআই (AI) বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence) রাইটিং টুলগুলো বর্তমান সময়ে মার্কেটার, ব্লগার, নিস সাইট অউনার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সর্বত্র সাড়া ফেলে দিয়েছে।

এর কারণ কী?

কারণ আসলে বিরাট কিছু না। মানুষ সহজ ও সরল রাস্তায় যেতে পছন্দ করে। মানুষ যে কাজ অল্প সময়ে করা যায় সেই কাজ লম্বা সময় নিয়ে করতে আগ্রহী না। মূলত এই কারনেই এআই রাইটিং টুলগুলো দিন দিন জনপ্রিয় থেকে জনপ্রিয়তার শীর্ষে চলে আসছে।

১। ওয়ার্ডহিরো

এআই রাইটিং র-টুল। সরাসরি লিখে প্রোভাইড করবে আপনাকে। বর্তমানে এভেইলেবল আছে অ্যাপসুমোতে। র-টুল কেন বলছি? কারণ হচ্ছে- এই টুলে নিজস্ব টেকনোলজি এখনও ম্যাচিউর্ড হয়নি। জিপিটি-থৃ বেজড সরাসরি আর্টিকেল প্রোডিউস করে। অপটিমাইজেশনের জন্য থার্ডপার্টির উপর অবশ্যই নির্ভর করতে হবে।

WordHero Review

পজেটিভ দিক

  • আনলিমিটেড ওয়ার্ড প্রতি মাসে ক্রিয়েট করতে পারবেন।
  • এসইও ফিচারটা জোস!
  • মূল্য ৮৯ ডলার।

নেগেটিভ দিক

  • লংফর্ম এডিটর একটিভ করতে অতিরিক্ত ৮৯ ডলার লাগবে।
  • লং-ফর্ম ওয়ার্ড আনলিমিটেড ওয়ার্ড লিখতে চাইলে আরও ৮৯ ডলার আপসেল করতে হবে।

আরও বিস্তারিত জানুন ওয়ার্ডহিরো নিয়ে: ওয়ার্ডহিরো লাইফটাইম ডিল

২। রাইটার

বেশ ভালো এআই রাইটিং টুল। দ্রুত লেখা যায় এবং লেখার কোয়ালিটি ভালো। বর্তমানে অ্যাপসুমোতে এভেইলেবল। রাইটার টুলটার ইউআই খুব ভালো। যে কেউ সহজেই বুঝতে পারেন। যে কারণে কেউ ফ্রি ট্রায়াল ইউজ করলেই কিনতে খুব আগ্রহী হয়ে উঠেন।

পজেটিভ দিক

  • দ্রুত লিখে। কোয়ালিটি ভালো।
  • সহজ ইউজার ইন্টারফেস।

নেগেটিভ দিক

  • ৩৯ ডলারের লাইফটাইম ডিল দিয়ে মাত্র ৫-৭ হাজার লিখতে পারবেন প্রতি মাসে। এর বেশি লিখতে চাইলে; মানে আনলিমিটেড লেখার জন্য প্রতি মাসে ২১ ডলার দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। তাই এটাকে ঠিক এলটিডি বলা যায় না।

রাইটার লাইফটাইম ডিল অফার শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন মান্থলি সাবস্ক্রাইব করে ইউজ করতে পারেন।

৩। ক্লোজার্সকপি

আরেকটা এআই রাইটিং টুল। ৪৯৭ ডলার দিয়ে কিনলে আনলিমিটেড ওয়ার্ড প্রতি মাসে লিখতে পারবেন। ব্যক্তিগতভাবে প্রোডাক্টটা আমার ভালো লাগেনি। যে কারণে কেনার একদিন পরেই রিফান্ড নিয়ে ফেলেছি। ওরা নিজেদের সাইটের মাধ্যমেই এলটিডি সেল করে।

পজেটিভ দিক

  • আনলিমিটেড ওয়ার্ড।

নেগেটিভ দিক

  • ইউআই ভালো লাগেনি।
  • আউটপুট সন্তোষজনক মনে হয়নি।
  • অনেক লংটাইম ধরে লাইফটাইম ডিল অফার করছে। সো, প্রোডাক্টটা শেষ পর্য়ন্ত সাসটেইন করবে কিনা সন্দেহ আছে।

৪। স্কেলনাট

সেপ্টেম্বরের ১৫ তারিখ লঞ্চ হয়েছে। যদিও আমি ইউজ করতেছি আগস্ট মাস থেকেই অ্যাজ অ্যা আর্লি এডপ্টার। যতোগুলো এলটিডি অফার পেয়েছি এবং বর্তমানে লাইভ আছে তার মধ্যে স্কেলনাট আমার কাছে বেশি ভালো লেগেছে। পিচগ্রাউন্ডে মার্কেটপ্লেসে এলটিডি লাইভ আছে এখন। চারটা লাইফটাইম প্ল্যান বিক্রি হয়েছে: ৪৯, ১৪৯, ২৯৯, এবং ১০৯৫ ডলারে।

Scalenut AI Writing Tool Overview from Scalenut Official on Vimeo.

scalenut review
Image Source: Pitchground

পজেটিভ দিক

  • আর্টিকেলে এনএলপি টার্ম ইউজ করে। ফলে স্কেলনাট ইউজ করলে আর থার্ডপার্টি আর্টিকেল অপটিমাইজেশন টুল যেমন মার্কেটমিউজ, সার্ফারএসইও… ইত্যাদি ইউজ করার দরকার হয় না।
  • ইউআই অসাধারণ ইজি ও সুন্দর।
  • কীওয়ার্ড দিয়ে অল্প সময়ে আর্টিকেলের জন্য রিসার্চ কমপ্লিট করা যায়।
  • অক্টোবরে যোগ হবে ”কনসেপ্টস” ফিচার, যা আর কোনো এআই রাইটিং টুল আনতে পারেনি।
  • কীওয়ার্ড রিসার্চ ফিচারও যুক্ত হবে শিগগির।
  • সাসটেইন করার সম্ভাবনা সর্বাধিক।

নেগেটিভ দিক

  • আনলিমিটেড ওয়ার্ড লেখার প্রাইস অত্যধিক বেশি। ১০৯৫ ডলার।
  • মার্কেটে একদম নতুন। ফলে ম্যাচিউরিটি লেভেল জার্ভিসের সাথে তুলনা করলে কম, কিন্তু অন্যান্য রাইটিং টুলের তুলনায় অনেক এগিয়ে।

স্কেলনাট লাইফটাইম ডিল শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন মান্থলি ৬০% ডিসকাউন্টে সাবস্ক্রাইব করতে পারেন এখান থেকে: স্কেলনাট ৬০% ডিসকাউন্ট

স্কেলনাটের কনসপ্টে ফিচার কী? বা কাকে বলে?

এআই রাইটিং টুলগুলো মূলত জিপিটি-৩ এবং নিজস্ব টেকনোলজির সাহায্যে লেখে। এটা হলো কমন সিনারিও। জিপিটি-৩ হলো ওপেনএআই’র প্রজেক্ট। যেখানে ২০১৯ সাল পর্য়ন্ত ডাটা স্টোর করা হয়েছে। তার মানে রাইটিং টুলগুলো ২০১৯-এর পরের সময়ের ডাটা প্রোভাইড করতে পারে না।

এমনকি মার্কেটের রাজা এআই রাইটিং টুল জার্ভিসও সেটা করতে পারে না। জার্ভিসের নিজস্ব টেকনোলজি হলো স্পীড। ওরা খুব দ্রুত লিখতে পারে।

আর স্কেলনাটের নিজস্ব টেকনোলজি হলো: তারা গুগল সার্প-এর প্রথম ৩০টা রেজাল্ট নিয়ে কাজ করে। এই জন্য তাদের পক্ষে আপ-টু-ডেট ডাটা প্রোভাইড করা সম্ভব। অর্থাৎ এআই রাইটিং টুলের মাধ্যমে আপ-টু-ডেট ডাটা পাবার ফিচারটাকেই বলা হচ্ছে কনসেপ্টস। আশা করি বুঝাতে সক্ষম হয়েছি। স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।

স্কেলনাটের ক্রুইজ মোড কী এবং কেন?

এক ক্লিকে আর্টিকেল ক্রিয়েট করার ফিচার এখন প্রায় সব টুলেই আছে। স্কেলনাটে এই ফিচারটার নাম ক্রুইজ মোড। কারণ হচ্ছে- এই ফিচারের সাহায্যে এক ক্লিকে আর্টিকেল ক্রিয়েট করার পাশাপাশি আরও বহুৎ কিছু করা যায়।

কেন আমি স্কেলনাট প্রমোট করছি?

এটা অনেকভাবে অনেক কিছু বলা যায়। বলার স্কোপ আছে।

সাধারণত কোনো টুল ইউজ না করে আমি সেটা সম্পর্কে মন্তব্য করি না। কিংবা অন্য কাউকে ইউজ করতে বলি না। স্কেলনাটও তেমনি একটা টুল। মার্কেটে আসার প্রায় এক মাস আগে থেকে এই টুলটা ইউজ করা শুরু করেছি আমি। যেহেতু এর আগে বেশ কয়েকটি টুল ইউজ করার অভিজ্ঞতা ছিলো, তাই স্কেলনাট সম্পর্কে মতামত দেয়াটা আমার জন্য সহজ ছিলো। কিন্তু লাইফটাইম টুল হিসেবে এটা আমার কেনা সর্বাধিক দামী টুল। যদিও এজন্য কোনো হেজিটেশন ফিল করিনি। টুলটা প্রয়োজনীয় মনে করেছি তাই কিনেছিলাম।

বিশেষ করে যখন এমন কিছু খোঁজ করছিলাম যেটা দিয়ে রিসার্চ, রাইটিং, এবং অপটিমাইজেশন সবই করা যাবে, তখন স্কেলনাট পেয়ে আসলেই খুশি হয়েছিলাম। তাই কিনে ফেলতে একটুও গড়িমসি করিনি।

৫। নিচেসস

আরেকটা অসাধারণ এআই রাইটিং টুল। যাদের বাজেট কম আর আনলিমিটেড ওয়ার্ড খোঁজ করতেছেন, তাদের জন্য নিচেসস হচ্ছে চমৎকার সমাধান। আউটপুট কোয়ালিটি আউটস্ট্যান্ডিং। শর্টফর্ম আনলিমিটেড ওয়ার্ড আর লংফর্ম লেখার জন্য পাবেন এক হাজার ক্রেডিট। যা দিয়ে ১০০-১২৫টা লংফর্ম আর্টিকেল পার মান্থ লেখা যাবে। মূল্য মাত্র ৫৯ ডলার। নিচেসসে লংফর্ম মানে হচ্ছে ওয়ান-ক্লিক আর্টিকেল ক্রিয়েশন ফিচার।

নিচেসসের ইউআই খুবই সিম্পল। যেকেউ খুব সহজেই আর্টিকেল ক্রিয়েট করতে পারবেন।

নিচেসস কিনুন অ্যাপসুমো থেকে মাত্র ৫৯ ডলার দিয়ে

৬। কাট্টেব

লাইফটাইম ডিলের দাম মাত্র ২৯ ডলার। জানুয়ারি থেকে হয়ে যাবে ৩৯ ডলার। সুতরাং যারা কিনতে চান, এখুনি কিনে নিতে পারেন। খুব সহজ ও সাবলীল। ফিচার অনেক বেশি। ওয়ান-ক্লিক আর্টিকেল জেনারেশন ফিচারটা এক কথায় অসাধারণ।

কাট্টেব লাইফটাইম ডিল মাত্র ২৯ ডলার দাম

কোন রাইটিং টুলটা মার্কেটে টিকবে?

এটা আসলে একদম নির্দিষ্ট করে বলা যাবে না, ভাই। তবে স্কেলনাট কিন্তু সিড ইনভেস্ট পেয়েছে। প্লাস প্রোডাক্টটা প্রচুর মার্কেটিং হচ্ছে, সেল হচ্ছে। এই দিকগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি এই প্রোডাক্টটা প্রমোট করার। এর আগে আর এভাবে কোনো এআই রাইটিং টুল প্রমোট করিনি। অন্তত এক বছরও যদি ইউজ করতে পারি তাহলেও বেনিফিট যথেষ্টই পাওয়া যাবে। মানে এক হাজার দিয়ে কিনে কয়েক হাজারের বেনিফিট আর কি! তবে ওভারঅল মনে হচ্ছে স্কেলনাট টিকবে। বাট হু নৌজ দ্য ফিউজার?

এআই রাইটিং টুল কি হিউমান রাইটারের বিকল্প

এক কথায় উত্তর হচ্ছে না- না।

শেষ কথা

শেষ বলে কিছু নেই। তবে যদি কোনো টুল কিনতে চান, তাহলে আমার রেফারেল লিংক ইউজ করতে পারেন। এতে আপনার কোনো লস হবে না। কিন্তু আমি লাভবান হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *